বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বিএমবিএ সদস্যদের সাক্ষাৎ

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের (টিটু) সঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুনের নেতৃত্বে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন।

আজ (২৯ জানুয়ারি) দুপুর ১ টা ৩০ মিনিটে সন্ধানী লাইফ ইন্সুরেন্স ভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সৌজন্য সাক্ষাতকালে বিএমবিএ প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উক্ত আলোচনা সভায় সদস্যবৃন্দ পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় পুঁজিবাজারকে স্বচ্ছ, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এবং বর্তমান পুঁজিবাজারের বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয় এবং প্রতিমন্ত্রী পুঁজিবাজারের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস ব্যক্ত করেন।

সভায় সভাপতি ছাড়াও প্রথম সহ-সভাপতি মোঃ রিয়াদ মতিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম, এফসিএমএ, ট্রেজারার মোঃ আব্দুর রহিম, এফসিএ এবং সদস্যদের মধ্যে মাহবুব এইচ মজুমদার, এফসিএমএ, মীর মাহফুজুর রহমান, মো: খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.