ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও বাংলালিংকের সম্প্রতি একটি কৌশলগত এলায়েন্স চুক্তি স্বাক্ষর হয়েছে।
চুক্তির অধীনে, বাংলালিংক ইবিএলকে আইসিটি সেবা ও সমাধান প্রদান করার পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ আইসিটি উদ্যোগ এবং অটোমেশন বিশেষকরে, স্কাইব্যাংকিং অ্যাপের সম্প্রসারণে সহায়তা প্রদান করবে।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস পরিচালক রুবাইয়াৎ এ তানজীম বাংলালিংক টাইগার্স ডেন হাউজে চুক্তিটি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল ডিজিটাল ব্যাংকিং প্রধান আমিন মোঃ মেহ্দী হাসান, প্রযুক্তি উন্নয়ন ও ট্রানজেকশন বিভাগ প্রধান সঞ্জিত দত্ত, প্রোডাক্ট ও প্রকল্প- ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান মোঃ আরিফুল হক, প্রকল্প ও মার্কেট কম্যুনিকেশন্স ইউনিট প্রধান মোহাম্মদ সাখাওয়াত হোসেন; বাংলালিংক বানিজ্যিক রূপান্তর এবং বি-টু-বি মার্কেটিং পরিচালক মোঃ আব্দুল হাই, কী সেগমেন্ট- এন্টারপ্রাইজ বিজনেস প্রধান সাদ মোহাম্মদ ফাইজুল করিম, কর্পোরেট গ্রুপ ব্যবস্থাপক- এন্টারপ্রাইজ বিজনেস মোঃ তৌমিন, সিনিয়র কর্পোরেট একাউন্ট ব্যবস্থাপক- কী সেগমেন্ট ও এন্টারপ্রাইজ বিজনেস মোঃ রায়হান হোসেন, বি-টু-বি প্রোডাক্ট ও বিপনন- বানিজ্যিক রূপান্তর ও বি-টু-বি বিপনন রাফি ই মাহবুব এবং বিক্রয় পরিকল্পনা ও পরিচালন- এন্টারপ্রাইজ বিজনেস মোহাম্মদ আহাসুন হাবীব।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.