আর্থিক ক্ষতির মুখে বন্ধ হয়ে গেলো সিএনএন ফিলিপাইন

ফিলিপাইনের একমাত্র ইংরেজি ভাষাভিত্তিক ফ্রি টিভি চ্যানেল সিএনএন ফিলিপাইন আর্থিক ক্ষতির মুখে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৯ জানুয়ারি) চ্যানেলটি বন্ধ হয়ে যায়। এদিন সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এ খবর পান কর্মকর্তা-কর্মচারীরা।

এক বিবৃতিতে সিএনএন ফিলিপাইন জানিয়েছে, ৩১ জানুয়ারির মধ্যে গণমাধ্যমটি তার সব প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করবে।

নাইন মিডিয়া কর্পোরেশন (এনএমসি) এর ব্যবস্থাপনা সিএনএন ফিলিপাইন (সিএনএনপিএইচ) নামে ব্র্যান্ডের সব মিডিয়া প্ল্যাটফর্মে তার সংবাদ এবং উৎপাদন কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। যা ৩১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তটি আর্থিক ক্ষতির কারণে নেওয়া হয়েছে। কয়েক বছর ধরে গণমাধ্যমের বিকশিত ও সম্প্রসারিত ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার প্রচেষ্টা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কোম্পানিটি।

কর্মক্ষেত্রে কর্মীদের প্রতিশ্রুতি এবং ত্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছে সিএনএন ফিলিপাইন। CNN ওয়ার্ল্ডওয়াইড/টার্নার ব্রডকাস্টিং কর্পোরেশনসহ সকল অংশীদারের কাছে সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাষ করেছে প্রতিষ্ঠানটি।

দর্শকরা গত নয় বছর ধরে আনুগত্য এবং বিশ্বাস রেখেছেন আমাদের প্রতি এরজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে সিএনএন ফিলিপাইন।

নাইন মিডিয়া টার্নার ব্রডকাস্টিং সিস্টেম এশিয়া প্যাসিফিকের সাথে ২০১৪ সালে সিএনএন-ব্র্যান্ড ব্যবহারের একটি চুক্তি করেছিল। পাঁচ বছরের চুক্তিটির মেয়াদ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু নাইন মিডিয়া এর আগে সিএনএন ফিলিপাইন বন্ধ করার সিদ্ধান্ত নিলো।

আর্থিক বিবরণীতে দেখা যায়, ২০২১ সালে নাইন মিডিয়াকে টার্নার ব্রডকাস্টিং সিস্টেমকে লাইসেন্স ফি দিতে হয়েছিল ১০৮ থেকে ১৩৯ দশমিক ৩ মিলিয়ন ফিলিপাইন মুদ্রা, বেড়েছে প্রায় ২৯ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.