কৃষকদের মাঝে সার অনুদান করলো মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১৫০ কৃষকের মাঝে সার বিতরণ করেছে।

শনিবার (২৭ জানুয়ারি) মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে সার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। এসময় মার্কেন্টাইল ব্যাংক কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন প্রধান মোঃ মুকিতুল কবীর, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, আব্দুল্লাহপুর শাখা প্রধান মোঃ সানা উল্লাহ এবং ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুল হামীদ সোহাগ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.