দরপতনে তিন শতাধিক কোম্পানি, বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কর্যদিবস রোববার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। তবে গত দিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৯ পয়েন্টে।

অন্যদিকে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৮৮০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৭০ কোটি ৯০ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

 

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.