দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ‘ডামি ও প্রহসনের নির্বাচনে’ অবৈধ সংসদ বাতিলের দাবিতে দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি) কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই ঘোষণা দেন। ২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো দলীয় কর্মসূচিতে অংশ নিলেন গয়েশ্বর। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ বিএনপি জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয়। তাই এই সরকার আমরা মানি না। আমাদের অনেক লড়াই। বাঁচার লড়াই, ভোটের লড়াই। তার সঙ্গে রয়েছে সংবিধান ও সার্বভৌমত্বের লড়াই। রাজপথে যখন নেমেছি, রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করতে হবে।
২০২৩ সালের ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে গ্রেফতার করা হলে বাকি নেতারা আত্মগোপনে চলে যান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.