মাক্রোঁকে নিয়ে জয়পুরে মোদী

আগে ঠিক ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন। কিন্তু গতমাসে বাইডেন জানিয়ে দেন, তিনি ভারতে আসতে পারছেন না। তখন মাক্রোঁকে আমন্ত্রণ জানায় ভারত এবং মাক্রোঁ সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

তবে দিল্লি আসার আগে মাক্রোঁ জয়পুর দেখবেন। তিনি আমের ফোর্টে যাবেন এবং সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন। নরেন্দ্র মোদীও জয়পুর যাচ্ছেন। নানান ঐতিহাসিক জায়গা দেখবেন মাক্রোঁ ও মোদী।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদাপ্রাপ্ত যন্তর মন্তরেও তিনি যাবেন। সেখানে মোদীও তার সঙ্গে থাকবেন। তারা এরপর হাওয়া মহলে যাবেন। জয়পুরের বিখ্যাত ব্লু পটারি দেখবেন এবং ভিম অ্যাপ ব্যবহার করে তা কিনবেন। জয়পুরের বিখ্য়াত মশালা চা-ও খাবেন। রাতে রামবাগ প্যালেসে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

মাক্রোঁ এমন একটা সময়ে ভারতে আসছেন, যখন ফ্রান্স থেকে যুদ্ধবিমান ও সাবমেরিন কেনা নিয়ে আলোচনা করছে ভারত। মাক্রোঁ ও মোদীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রান্স হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম সমরাস্ত্র সরবরাহকারী। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই, এএনআই

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.