বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় নিয়মিত মুখ শোয়েব মালিক। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানের এই অলরাউন্ডারের। এবারের বিপিএলে তিনি খেলছেন ফরচুন বরিশালের হয়ে।
যেখানে অধিনায়ক হিসেবে পেয়েছেন তামিম ইকবালকে। বাংলাদেশের এই ওপেনারের সঙ্গে মালিকের পরিচয় অনেকদিনের। দুজন বেশ ভাল বন্ধুও। মঙ্গলবার তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলেছেন। যদিও ম্যাচটিতে হার সঙ্গী হয়েছে তাদের। শেষ ওভারের রোমাঞ্চের পর ৪ উইকেটে হেরেছে তারা। এই ম্যাচের মাঝেই টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছিলেন মালিক।
তিনি বলেন, ‘সে দুর্দান্ত ক্রিকেটার এবং জাতীয় দলের হয়ে সে অনেক কিছু অর্জন করেছে এবং সে যেখানেই খেলে আমার মনে হয় সে খুবই ধারাবাহিক এবং সে দারুণ ক্রিকেটার। আমাকে বলতেই হবে সে বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ জিতেছে সে এবং আমাদের সৌভাগ্য তার মতো একজনকে অধিনায়ক হিসেবে পাওয়া। সে আমার পুরোনো বন্ধু এবং সে দারুণ মনে মানুষ।’
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নেমেই দারুণ এক মাইলফলকে পা রেখেছিলেন তিনি। ১৮ বলে ২ চারে অপরাজিত ১৭ রান করার পথে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান স্পর্শ করেছেন তিনি। মালিক বলেন, ‘প্রতিটি রানই স্মরণীয় এবং যেহেতু আমার সুযোগ আছে, আমি আমার কোচিং স্টাফদের ধন্যবাদ দিতে চাই। আমি যে খেলোয়াড়দের সঙ্গে খেলেছি, যাদেরবিপক্ষে খেলেছি তাদেরও ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় এগুলো খুবই বিশেষ স্মৃতি, বিশেষ মুহূর্ত এবং আমি এখনও ক্রিকেট খেলা উপভোগ করছি। এ কারণেই এখনও মাঠে আছি আমি এবং সেটাই করে যাচ্ছি।’
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.