২০২২ সালের মতো ২০২৩ সালেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মাতিয়েছেন সূর্যকুমার যাদব। এর স্বীকৃতি মিলল এবার। টানা দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
সেরার নির্বাচনে সংক্ষিপ্ত তালিকায় সূর্যকুমারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি এবং নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। অন্যদের তুলনায় এই সংস্করণে তার পারফরম্যান্স দারুণ।
গত বছর ১৭ ইনিংসে ৭৩৩ রান করেন সূর্যকুমার। ৪৮.৮৬ গড় এবং ১৫৫.৯৫ স্ট্রাইক রেটে এই রান করেন তিনি। বছরের শেষদিকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্বও করেন ‘ভারতের ৩৬০ ডিগ্রী’ খ্যাত এই ব্যাটার।
২০২৩ সালটা অবশ্য সাদামাটাভাবেই শুরু করেন সূর্যকুমার। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রানের একটি ইনিংস খেলেন তিনি। তবে পরের দুই ইনিংসে ৩৬ বলে ৫১ ও ৫১ বলে ১১২ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভালো কিছুরই জানান দেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। তারপর বছরজুড়েই ২০ ওভারের ক্রিকেটে সূর্যকুমার রাজত্ব চালান। একইদিনে নারী ক্রিকেটের টি-টোয়েন্টির বর্ষসেরার নামও ঘোষণা করে আইসিসি। এই বিভাগে সেরা হন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস।
অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেন ম্যাথিউস। ২০২৩ সালে ১৪ ম্যাচে ৭০০ রান করার পাশাপাশি ১৯ উইকেট নেন এই প্রমিলা ক্রিকেটার।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.