পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আলোচিত ক্লিনিকটি ভারতের অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইলের কারিগরি সহযোগিতায় পরিচালিত হবে।
এলক্ষ্যে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের হায়দ্রাবাদে অবস্থিত অ্যাপোলো হেলথ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী, অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইল লিমিটেডের ট্রেডমার্ক, লোগো এবং নামের পাশাপাশি বাংলাদেশে অ্যাপোলো ক্লিনিক নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করবে জেএমআই স্পেশালাইজড হসপিটাল। হসপিটাল পরিচালনার জন্য প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা শেয়ার করবে ভারতের অ্যাপোলো ক্লিনিক।
আজ বিকেল ৪টায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৪১তম বোর্ড সভায় অ্যাপোলো হেলথের সাথে জেএমআই স্পেশালাইজড হসপিটালের চুক্তিটি অনুমোদন পেয়েছে।
এর আগে ২০২৩ সালের ৬ আগস্ট জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা।
সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটিতে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।
নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩২.৩২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারণ করছে ৩৭.৮১ শতাংশ শেয়ার। আর বাকী ২৯.৮৭ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল ৭৬ টাকা ৮০ পয়সা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.