শিকাগোতে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ৭ জনকে মারলো যুবক

আমেরিকায় একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটছে। এবার শিকাগোতে। দুইটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে সাতজনকে মারলো এক যুবক।

পুলিশ জানিয়েছে, যুবকের নাম রোমিও ন্যান্স। তাকে এখনো ধরা যায়নি। তবে ন্য়ান্সের ছবি ও তার গাড়ির ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, কেউ তাকে বা গাড়িটিকে দেখলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ন্য়ন্সের বয়স ২৩ বছর। সে একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি করে পালিয়েছে। ঘটনাস্থলের পাশেই সে থাকত। ন্যান্স সশস্ত্র ও বিপজ্জনক বলেও জানিয়েছে পুলিশ।

গান ভায়োল্ন্স আর্কাইভের দেয়া হিসাব হলো, জানুয়ারির প্রথম তিন সপ্তাহে বন্দুকধারীর গুলিতে প্রচুর মানুষ মারা গেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বন্দুক রাখার ক্ষেত্রে কড়াকড়ি করার জন্য আইন পাস করতে বলেছেন কংগ্রেসকে। কিন্তু রিপাবলিকানরা এই কড়াকড়ি করতে চায় না। ফলে কঠিন আইনও হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মানুষের হাতে প্রচুর বন্দুক রয়েছে। কিছু মানুষ তার যথেচ্ছ ব্যবহার করছেন। ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছেন।

শিকাগোতে ঘটনার পর পুলিশের তৎপরতা। শিকাগোতে ঘটনার পর পুলিশের তৎপরতা। সূত্র: ডিডাব্লিউ, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.