হামাসকে অটুট রাখে এমন কোনও পরিকল্পনা মানব না: নেতানিয়াহু

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার পাশাপাশি পর্যায়ক্রমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা আমেরিকা তৈরি করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের ওপর ইসরাইলের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন।

গতরাতে এক ভিডিও বার্তায় নিজের সাম্প্রতিক অবস্থানে অনড় থেকে নেতানিয়াহু বলেন, যে ফিলিস্তিন রাষ্ট্রের সামরিক শক্তি থাকবে তা তিনি কখনও মেনে নেবেন না। আমি যতদিন প্রধানমন্ত্রী আছি ততদিন এই অবস্থানে অটল থাকব। তিনি বহু বছর যাবত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের চাপ উপেক্ষা করে এসেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, গাজায় হামাসকে অক্ষত রাখে এমন কোনো পরিকল্পনা তিনি মানবেন না।

এর আগে ১১০ জন পণবন্দিকে জীবিত উদ্ধার করা হয়েছে দাবি করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, বাকি ১৩৬ জনকেও উদ্ধার করার জন্য তিনি ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তবে তিনি ‘হামাসের কাছে আত্মসমর্পণ করবেন না’ বলে প্রত্যয় জানান।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, হামাস তাকে অক্ষত রেখে যুদ্ধের পরিসমাপ্তি এবং গাজা থেকে আমাদের সকল সেনার প্রত্যাহার চায়। আমরা যদি তা মেনে নেই তাহলে আমাদের সৈন্যদের আত্মত্যাগ বৃথা যাবে। আমাদের জনগণের কোনো নিরাপত্তা থাকবে না, আমরা পণবন্দিদের নিরাপদে ফিরিয়ে আনতে পারব না এবং ৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠবে। আমি ইসরাইলের জন্য এমন একটি বিপর্যয় মেনে নিতে পারব না বলে এই পরিকল্পনা মেনে নেয়া আমার পক্ষে সম্ভব নয়। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.