আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ

সাউথ আফ্রিকায় যুব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যুবারা। মাহফুজুর রহমান রাব্বিরা নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে আসর শুরু করেছে।

যুব এশিয়া কাপের সেমি ফাইনালে ভারতকে হারানোর স্মৃতি নিয়ে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। মারুফ মৃধার দারুণ বোলিংয়ে ভারতকে ২৫১ রানে বেধে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় ৮৪ রানের বড় ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করতে হয়েছে বাংলাদেশের যুবাদের।

বাংলাদেশ একাদশ- আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ রহমান জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলাহ বর্ষণ, মারুফ মৃধা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.