কালার প্লাস মাস্টারব্যাচ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পরিচালকবৃন্দ চীনা প্রতিনিধি দল শনিবার (জানুয়ারি ২০) মুন্নু সিরামিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন।
চীনা প্রতিনিধি মিঃ লি পিং (গ্যারিযলে), মিঃ কিন লিনপেং, মিঃ জন ইয়ানফিং এবং মিঃ ঝাং ইউনফেং পরিদর্শনকালে তারা ফ্যাক্টরির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পণ্য গুণমান, নকশা এবং প্যাকেজিং মানের প্রশংসা করেন।
প্রতিনিধি দলটি খুব শীঘ্রই মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের সঙ্গে নতুন প্রকল্প এবং কারিগরি ও প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছে।
পরিদর্শনকালে মুন্নু সিরামিকের পক্ষে রাশীদ শাইমুনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, মুনজুর মোঃ কাউছার, সিএফও, নাজমুল আহসান, পরিচালক উৎপাদন, প্রকৌশলী জলিল আহম্মেদ চৌধুরী, মহাব্যবস্থাপক প্রশাসন ও অন্যান্য উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.