পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
এছাড়া যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই, তাদের লভ্যাংশ বিতরণ করা হবে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.