আইসিবি কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উদ্যোগে রাউজান উপজেলার বিনাজুরী, জামুয়াইন, ইদিলপুর, উত্তর গুজরা, মোবারকখীল ও গহিরা গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ে সুকুমার আশুতোষ মিলনায়তনে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের অধ্যাপক ড.সুবর্ণ বড়ুয়া। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়ুয়া।

এছাড়াও আইসিবি’র চট্টগ্রাম শাখার উপ-মহাব্যবস্থাপক লুৎফুল কাদের, উপ-মহাব্যবস্থাপক রুহুল কবির, আইসিএমএল’র চট্টগ্রাম শাখার ব্রাঞ্চ ম্যানেজার এ এস এম মনজুর মোরশেদ, আইএসটিসিএল’র চট্টগ্রাম শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. সরওয়ার আলম সহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.