গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও নির্বিচার বোমাবর্ষণের মধ্যেই হামাসের হাতে আটক বন্দিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করার জন্য গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইল।
শনিবার তারা বিমান থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে এ সংক্রান্ত একটি লিফলেট ছড়িয়েছে।
লিফলেটে হামাসের হাতে আটক ৬৯ জন ইসরাইলি বন্দির ছবি ও নাম রয়েছে এবং বলা হয়েছে, যদি কেউ এদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেয়া হবে।
গত ১০০ দিনেরও বেশি সময় ধরে ইসরাইলের নির্বিচার বোমা হামলায় গাজার প্রায় সব অধিবাসী ঘরবাড়ি হারিয়েছেন। লিফলেটে এসব মানুষকে উদ্দেশ করে বলা হয়েছে, আপনারা কি নিজেদের বাড়িতে ফিরতে চান? তাহলে এসব পণবন্দির যেকোনো একজন সম্পর্কে তথ্য দিন।
ইসরাইলি বন্দিদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য লিফলেটে একটি ফোন নম্বর ও আরবি ভাষায় বন্দিদের ছবি ও নাম সম্বলিত একটি ওয়েবসাইটের লিঙ্ক দেয়া হয়েছে।
কিন্তু গাজাবাসী এই লিফলেটের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বলে আল-জাজিরা খবর দিয়েছে। চ্যানেলটিকে তারা বলেছেন, যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত পণবন্দিদের উদ্ধার করা সম্ভব নয়। উত্তর গাজার অধিভাসী আবু আলী বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের কারণে তারা তাদের পণবন্দিদের মুক্ত করতে ব্যর্থ হয়ে এখন আমাদের সাহায্য চায়। নেতানিয়াহু, তুমি যুদ্ধ বন্ধ করে তোমার পণবন্দিদের ফিরিয়ে নিয়ে যাও। পার্সটুডে
⚡️Zionist terrorists drop leaflets on southern Gaza saying "Do you want to go home? Please provide details if you recognize one of them."
This is most definitely not what the “winning side” does, embarrassing.
FYI, the zionists have not yet rescued a single “hostage” pic.twitter.com/Z3CVO0z2Lj
— War Monitor (@WarMonitors) January 20, 2024
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.