যুব বিশ্বকাপে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

কদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের মিশন যুব বিশ্বকাপ জয়। যেখানে তাদের লড়াইটা শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

সাউথ আফ্রিকায় যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ফলে টস হেরে ব্যাটিং করবে ভারত।

উইকেটে খানিকটা ঘাস থাকায় টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান। বল হাতে ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধারা প্রথম ওভার থেকেই সুইং পেতে থাকেন। ভারতের দুই ওপেনার আরশিন কুলকার্নি ও আদর্শ সিং সাবধানী ব্যাটিং করতে থাকেন। তবে তাদের জুটি বড় হতে দেননি মারুফ। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের নিচু হওয়া ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আরশিন। তিনি আউট হয়েছেন ৭ রানে।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ভারতের আরও এক উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মারুফের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুশির খান। তিনে নামা এই ব্যাটার আউট হয়েছেন ৩ রানে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.