৩ ওভারে ৩ উইকেট নেই রংপুরের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফলে টস হেরে আগে ব্যাটিং করবে নুরুল হাসান সোহানের রংপুর।

টস জিতে বোলিংয়ে নেমে ফরচুন বরিশালকে দারুণ এক শুরু এনে দিলেন মোহাম্মদ ইমরান। ইনিংসের প্রথম বলে বাঁহাতি এই পেসারের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়েছেন ব্রেন্ডন কিং। প্রথম বলে উইকেট পেলেও পরের পাঁচ বলে ১৩ রান দিয়েছেন ইমরান। পরের ওভারে বোলিংয়ে এসে রংপুরের দুই উইকেট তুলে নিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। ডানহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে থার্ডম্যানের উপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন রনি তালুকদার।

প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স হওয়ায় ঠিকঠাক শট খেলতে পারেননি ডানহাতি এই ওপেনার। যার ফলে থার্ডম্যানে ধরা পড়তে হয় ৫ রান করা রনিকে। ইনিংসের শেষ বলে সাকিব আল হাসানকেও ফিরিয়েছেন খালেদ। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। সাকিব আউট হয়েছেন মাত্র ২ রানে।

রংপুর রাইডার্স- সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ, হাসান মুরাদ, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং এবং সালমান ইরশাদ।

ফরচুন বরিশাল- তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, দুনিথ ওয়াল্লালাগে এবং মোহাম্মদ ইমরান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.