গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে। এসময় আক্রান্ত হয়েছেন ২৩ জন।
বুধবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১৬৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, এরমধ্যে ৭১ জন রাজধানী ঢাকার বাসিন্দা।
উল্লেখ্য, গত বছর এ রোগে আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.