চলতি বছর আরও ৫ হাজার কেবিন ক্রু নিয়োগ দেবে এমিরেটস

পাঁচ হাজার নতুন কেবিন ক্রু নিয়োগের লক্ষ্য নিয়ে এমিরেটস এয়ারলাইন ২০২৪ সালে বিশ্বের ৬টি মহাদেশে রিক্রুটমেন্ট ক্যাম্পেইন পরিচালনা করবে। ২০২৩ সালে এয়ারলাইনটি ৮ হাজার নতুন কেবিন ক্রু নিয়োগ দিয়েছে। বর্তমানে এয়ারলাইনটিতে ২১,৫০০ কেবিন ক্রু কর্মরত আছেন।

সদ্য ইন্টার্নশীপ সহ গ্রাজুয়েশন সম্পন্ন করেছে বা কোথাও পার্ট টাইম চাকুরি করছে, যাদের আতিথেয়তা এবং গ্রাহক সেবায় এক বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এমিরেটস কেবিন ক্রু পদের জন্য আবেদন করতে পারবেন।

চলতি বছর এমিরেটসের নির্বাচক টিম ৬টি মহাদেশের ৪৬০টির অধিক নগরীতে ‘ওপেন ডে’ আয়োজন করবে। গত বছর এয়ারলাইনটি ৩৫৩টি নগরীতে কেবিন ক্রু নির্বাচন কার্যক্রম পরিচালনা করে।

নির্বাচিত কেবিন ক্রুদের দুবাইয়ে অবস্থিত এমিরেটস ট্রেনিং একাডেমিতে আট সপ্তাহব্যাপী নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কেবিন ক্রুদের আবাসস্থল হবে দুবাই এবং তাদের বেতন এবং ফ্লাইং পে ট্যাক্সমুক্ত। প্রফিট শেয়ার, হোটেল আবাসন, লেওভার খরচ, হ্রাসকৃত মূল্যে ভ্রমণ ও কার্গো পরিবহণ, বাৎসরিক ছুটি এবং এর জন্য টিকিট, সুসজ্জিত বাসস্থান, কাজে যাওয়া-আসার জন্য পরিবহণ, মেডিক্যাল সেবা, লাইফ ও ডেন্টাল ইন্স্যুরেন্স, লটারি সেবাসহ অন্যান্য অনেক আকর্ষণীয় সুবিধা ভোগ করে থাকেন এমিরেটস কেবিন ক্রুরা। ভ্রমণের ক্ষেতরে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনরাও বিশেষ ডিসকাউন্ট সুবিধা পেয়ে থাকেন।

এমিরেটসে ১৩০টি ভাষার ও ১৪০টির অধিক জাতিগোষ্ঠীর কেবিন ক্রুরা কর্মরত আছেন। আগ্রহী www.emiratergroupcareers.com/cabin-crew সাইট ভিজিট করে তার নিজিস্ব শহর অথবা দেশে ওপেন ডে’র শিডিউল সম্পর্কে জানতে পারবেন।

এয়ারলাইনটি বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.