ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৮৪টি কোম্পানির মোট ৬৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্টের। কোম্পানিটির ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফাইন্যান্সের ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

বুধবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারির ৪ কোটি ১৫ লাখ ৩১ হাজার, একমি ল্যাবরেটরিজের ১ কোটি ৯৫ লাখ ৬ হাজার, একমি পেস্টিসাইডের ১ কোটি ৭৬ লাখ ৯৮ হাজার, বেক্সিমকোর ১ কোটি ৭২ লাখ ৭৩ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার, নাভানা ফার্মার ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার এবং ই-জেনারেশনের ১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.