অনুষ্ঠিত হতে যাচ্ছে এফডিসিবি’র ‘খাদি : দ্য ফিউচার ফেব্রিক শো’

বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিল (এফডিসিবি) ‘খাদি উৎসব ২০২৪’ আয়োজন করতে যাচ্ছে। এই উৎসব বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস। উৎসবের এবারের প্রতিপাদ্য ‘খাদি : দ্য ফিউচার ফেব্রিক শো’।

এই উৎসবটি আগামী ১৯ ও ২০ জানুয়ারি সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আলোকি, ২১১ তেজগাঁও লিংক রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।  দু’দিন ব্যাপি আয়োজিত এই ফ্যাশন শো শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য।

খাদি উৎসব উদযাপনে এই আয়োজনটি প্রতিশ্রুতিবদ্ধ, এর নিরন্তর চাহিদা পরিবেশ বান্ধব ফ্যাশনের ভবিষ্যত গঠনের সম্ভাবনা সৃষ্টি করে। এই আয়োজনের টাইটেল স্পন্সর ‘মায়া’, পাওয়ার্ড বাই বিজিএমইএ, কো-স্পন্সর এইচএসবিসি, বার্জার, রূপায়ণ গ্রুপ এবং বাই হিয়ার নাউ।

উৎসবে থাকছে ফ্যাশন ফিউশন রানওয়ে শো। এই শোতে শীর্ষ ডিজাইনাররা তাদের খাদি-অনুপ্রাণিত সংগ্রহ উপস্থাপন করবেন। আধুনিক ও পরিবেশ-সচেতন ভোক্তাদের সামনে খাদিকে তুলে ধরার এই প্রয়াসে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ।

এই প্রদর্শনীর লক্ষ্য হলো, ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব খাদি পোশাকের প্রসার নিশ্চিত করার পাশাপাশি এই খাদি কাপড় থেকে তৈরি বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য সর্বসাধারণকে অবগত করা। শুধু পোশাক বা ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে নয়, এর বাইরেও দৈনন্দিন জীবনে খাদি কাপড়ের বহুমাত্রিক ব্যবহার ও টেকসইত্ব নির্ধারণে এই উৎসব-প্রদর্শনী বিশেষ ভূমিকা রাখবে।

উৎসবের প্রথম দিন যাদের ডিজাইন করা পোশাক-পণ্য প্রদর্শন করা হবে তাঁরা হলেন- জাকিয়া ও মায়শা, আবির ও তাজবীর, ফাইজা আহমেদ, তেনজিং চাকমা, ইবালারিহুন, আফসানা ফেরদৌসী, ইমাম হাসান, সাদিয়া রশিদ চৌধুরী ও অভিষেক রায়।

দ্বিতীয় দিন যাদের ডিজাইন করা পোশাক-পণ্য প্রদর্শন করা হবে তাঁরা হলেন- শৈবাল সাহা, চার্লি, মাহিন খান, শাহরুখ আমিন, কুহু, নওশীন খায়ের, সায়ন্তন সরকার, লিপি খন্দকার, চন্দনা দেওয়ান।

উৎসবের অন্যতম আকর্ষণ শিল্প-বিশেষজ্ঞদের আলোচনা। এই অধিবেশনে বিশেষজ্ঞরা ফ্যাশনের হাল-হকিকত, প্রভাবক, স্থায়িত্ব এবং ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ গঠনে খাদির ভূমিকা সম্পর্কে আলোকপাত করবেন।

বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের প্রেসিডেন্ট মাহিন খান বলেছেন, ‘খাদি উৎসব ২০২৪’ আয়োজনের লক্ষ্য আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং টেকসই ফ্যাশন শিল্পের প্রচার। খাদি তার গভীর আবেদনের সঙ্গে আমাদের ঐতিহ্যকেই কেবল প্রতিফলিত করে না, এটিকে ধারণও করে। ফ্যাশন ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ গঠনে প্রভাত সম্ভাবনাময় একটি খাত। ফ্যাশন ডিজাইনের প্রতি টেকসই এবং সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্যই এই আয়োজন। এছাড়া একটি পরিবেশ বান্ধব ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রকাশে এই আয়োজন সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এই আয়োজনের জন্য প্রশংসার দাবিদার এফডিসিবি এবং অংশগ্রহণকারী সকল স্পন্সর,  ডিজাইনার ও ‘খাদি উৎসবে ২০২৪’ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলে। আসুন, এই উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আরো পরিবেশ বান্ধব খাদি শিল্পের কর্মকান্ডে নিজেদের যুক্ত করার সুযোগ গ্রহণ করি।  ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘খাদি উৎসব ২০২৪’ এ অংশগ্রহনের মাধ্যমে ভবিষ্যত খাদি শিল্পের আন্দোলনকে এগিয়ে নিতে সহযোগিতা করুন”।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.