দুদকের মামলায় সম্রাটের অভিযোগ গঠন শুনানি পেছাল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ মার্চ ধার্য করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জুরুল ইমামের আদালত এই তারিখ ধার্য করেন। এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য ইসমাইল চৌধুরী সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তবে তার পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকপক্ষে যে সব ডকুমেন্টস আমাদের কাছে সরবরাহ করার কথা ছিল, সেগুলো এখনও আমরা হাতে পাইনি। এজন্য আমরা পরবর্তী শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়াও আমরা আজ সম্রাটের স্থায়ী জামিনের আবেদন করলে তা-ও মঞ্জুর করেন আদালত।

গত বছরের ২২ আগস্ট দুদকের মামলায় ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক সম্রাটের জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.