রিঙ্কুর মাঝে নিজেকে দেখতে পান যুবরাজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে নিজের পেশির শক্তির সঙ্গে চাপ সামলানোর সক্ষমতা দেখিয়েছেন রিঙ্কু। গুজরাট টাইটান্সের বিপক্ষে ইয়াশ দয়ালকে এক ওভারে ৫ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতানো, ৫৯.২৫ গড় ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান যেন সেটারই প্রমাণ। চাপের মাঝেও অবলীলায় দারুণ ব্যাটিং করেন। এমন একজন ব্যাটারের খোজ ভারতের লম্বা সময়ের। যেটা এক সময় যুবরাজ করতেন মিডল অর্ডারে নেমে। ব্যাট হাতে একাই বদলাতে পারতেন ম্যাচের চিত্র। ২০১১ বিশ্বকাপে ভারতের হয়ে সেই কাজটাই করেছিলেন তিনি।

কিছুদিন আগে ভারতের সাবেক ক্রিকেটার কিরন মোরে বলেছিলেন রিঙ্কু সিং হতে পারে ভারতের পরবর্তী মহেন্দ্র সিং ধোনি অথবা যুবরাজ সিং। মূলত ম্যাচের শেষ মুহূর্তে বল-রানের হিসেব কষে চাপ সামলাতে পারেন রিঙ্কু। এমনকি দারুণ ফিনিশার হিসেবেও কাজ করেন। তার এমন প্রতিভায় মুগ্ধ খোদ যুবরাজও।

রিঙ্কুর প্রতিভা নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘তিনি সম্ভবত এই মুহূর্তে ভারতীয় দলের সেরা বাঁহাতি (ব্যাটার)। সে আমাকে নিজের কথা মনে করিয়ে দেয়; সে জানে কখন আক্রমণ করতে হবে, এবং কখন নিজের স্ট্রাইক বাড়াতে হবে। চাপের মধ্যে সে অবিশ্বাস্যভাবে দারুণ খেলে।’

ভারতের মিডল অর্ডারে একসময় ত্রাতার ভূমিকায় দেখা যেত যুবরাজকে। ২০১১ বিশ্বকাপে ৩৬২ রানের পাশাপাশি ১৫ উইকেট নিয়ে ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার। তার বিশ্বাস রিংকুর মাঝে সেই ক্ষমতা আছে। কিন্তু যুবরাজের ভাষ্যমতে, ‘সে আমাদের ম্যাচ জিতাতে পারে। আমি তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চাই না। কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি যে, আমি যা করতাম সেটা করার দক্ষতা তার আছে। মূলত ফিনিশার হতে হলে ৫ অথবা ৬ নম্বরে ব্যাটিং করতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.