গাজায় গণহত্যা: ইসরাইলের নিন্দায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি সেনাদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দখলদার সরকারের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিস্কা আলবানিজ। নতুন প্রকাশিত একটি বইয়ে তিনি এই নিন্দাবাদ জানান।

ফ্রান্সিস্কা আলবানিজ ইতালির রাজধানীর রোমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কার্যালয়ে এই বই উপস্থাপন করেন। তিনি বইটির ইংরেজি নাম দিয়েছেন “আই অ্যাকিউজ বা আমি অভিযুক্ত করছি”।

বইয়ে ফ্রান্সিস্কা ফিলিস্তিনের ওপর ইসরাইলের ৭০ বছরের নির্যাতন, নিপীড়ন এবং হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। এছাড়া, গাজায় ইসরাইলের চলমান গণহত্যার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কথা বলেছেন।

ফ্রান্সিস্কা তার বইয়ে লিখেছেন, জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের প্রায় সবাই, জাতিসংঘের নিরপেক্ষ বিশেষজ্ঞ ও আইন বিশেষজ্ঞ- যারা প্রথমে নিন্দা করেছেন, তারপর গণহত্যার ঝুঁকি এবং গণহত্যার গুরুতর ঝুঁকি নিয়ে কথা বলেছেন এবং তারপর এক মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চলছে এবং প্রকৃত সত্য হচ্ছে- সেখানে গণহত্যার ঘটনা ঘটেছে।

২০২২ সালে ফ্রান্সিস্কা আলবানিজ ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। তখন থেকেই মূলধারার বেশিরভাগ গণমাধ্যম এবং আন্তর্জাতিক ইহুদিবাদী সম্প্রদায় তাকে বিশেষ নজরদারির মধ্যে রেখেছিল। এছাড়া ইসরাইল তাকে ফিলিস্তিনিদের প্রতি চরম পক্ষপাতপূর্ণ ব্যক্তি বলে অভিযুক্ত করেছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.