অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর কাজে ইসরাইলকে সহযোগিতা বন্ধ করতে আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
এই দুই পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশ ইয়েমেনে বিমান হামলা চালানোর পর নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এক্স পোস্টে বলা হয়েছে, গাজার নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন যে ব্যবস্থা নিচ্ছে তা প্রশংসনীয়। হুথি যোদ্ধারা ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামি নয় এমন জাহাজে হামলা চালাবে না বলে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তাতে তারা এ পর্যন্ত অটল রয়েছে। কাজেই আন্তর্জাতিক নৌ চলাচলে তারা কোনো বিঘ্ন সৃষ্টি করেনি। এ অবস্থায় ইয়েমেনে হামলা না করে ইঙ্গো-মার্কিন বাহিনীর উচিত সংকটের মূল কারণ গাজা আগ্রাসনে ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা।
শুক্রবার ভোররাতে ইয়েমেনের বেশ কয়েকটি অবস্থানে যুদ্ধবিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আগ্রাসন চালায় ইঙ্গো-মার্কিন বাহিনী। লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনীর হামলা প্রতিহত করে আন্তর্জাতিক নৌ রুটকে নিরাপদ রাখার লক্ষ্যে এ হামলা চালানোর দাবি করে ওয়াশিংটন ও লন্ডন।
কিন্তু ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, ইসরাইলের মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে তারা হামলা চালায়নি এবং চালাবেও না। কাজেই আন্তর্জাতিক রুটটি বিশ্বের অন্য যেকোনো জাহাজের জন্য নিরাপদ বলে তারা ঘোষণা করেছেন। গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর গণহত্যার প্রতিবাদে তারা এ হামলা শুরু করেছেন এবং ওই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলাও বন্ধ হবে না। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.