ইবিএল ও এশিউর গ্রুপের চুক্তি

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)ও এশিউর গ্রুপ সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করছে। এই চুক্তির অধীনে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এশিউর গ্রুপ থেকে প্রপার্টি ক্রয়ের ক্ষেতরে গ্রাহকদের হোমলোন সুবিধা অফার করবে ইবিএল।

ইবিএল’র হেড অফ বিজনেস- রিটেইল ও এসএমই ব্যাংকিং সৈয়দ জুলকার নায়েন এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী চুক্তিটি স্বাক্ষর করেন। এছাড়া এশিউর গ্রুপের প্রধান নির্বাহী প্রকৌশলী জিনাতুল কবীর, ইবিএল রিটেইল এসেট বিভাগ প্রধান মোঃ জাহেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.