ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে আসছে

প্রবল শীতের মাঝেও রাশিয়া ইউক্রেনের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে৷ শুধু গত মঙ্গলবারই ইউক্রেনের সেনাবাহিনী ৬৪টি হামলার প্রচেষ্টার কথা জানিয়েছে৷ তবে প্রতিটি হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দেশটির সেনাবাহিনী দাবি করছে৷

এক বিবৃতি অনুযায়ী ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের পরিস্থিতি সেনাবাহিনীর জন্য কঠিন হয়ে উঠছে৷ রাতের ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আরো দ্রুত যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর উপর জোর দেন৷ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে যোদ্ধাদের জন্য অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন সরবরাহের গতি বাড়ানোর বিষয়ে কথা বলেছেন৷ ডাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামে সশরীরে উপস্থিত হয়ে জেলেনস্কি আরো সহায়তা আদায়ের চেষ্টা করবেন৷

আমেরিকা ও ইউরোপ থেকে সহায়তা আপাতত থমকে যাওয়ায় ইউক্রেনের সেনেবাহিনী বিশেষ করে গোলাবারুদের অভাবে সমস্যায় পড়ছে৷ এমনকি আকাশপথে রাশিয়ার হামলা প্রতিহত করতে এয়ার ডিফেন্স সিস্টেমের গোলাবারুদেও টান পড়ছে৷ ফলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরো কতকাল মোকাবিলা করা যাবে, সে বিষয়ে সংশয় বাড়ছে৷ বাইরে থেকে সহায়তা কমা সত্ত্বেও দেশের মধ্যে উৎপাদন বাড়িয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘাটতি মেটানোর আশা করছেন৷

বুধবার ন্যাটো-ইউক্রেন পরিষদ ব্রাসেলসে মিলিত হয়ে রাশিয়ার বেড়ে চলা হামলার বিষয়ে আলোচনায় বসছে৷ ইউক্রেনের পূর্বে আভদিভকা শহর ও আশেপাশের এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া৷ নিয়ন্ত্রণ রেখার কাছে প্রবল সংঘর্ষের পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন শহরের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও অব্যাহত রয়েছে৷ সীমান্তের কাছাকাছি রাশিয়ার ভূখণ্ডেও ইউক্রেনের কিছু বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে৷

প্রায় দুই বছর ধরে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যেতে রাশিয়াও গোপনে বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করছে বলে অভিযোগ উঠছে৷ পশ্চিমা বিশ্বের দাবি, ইরানে তৈরি বোমারু ড্রোনের পর উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র আমদানি করে ইউক্রেনের উপর সেগুলি নিক্ষেপ করছে মস্কো৷ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় ৫০টি দেশ সম্মিলিতভাবে উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের নিন্দা জানিয়েছে৷ উত্তর কোরিয়ার উপর কড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এমন সহযোগিতা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে অ্যামেরিকা, ইইউ-সহ ৪৭টি দেশ এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের মতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে অস্ত্র সরবরাহের ফলে ইউক্রেনের মানুষের কষ্ট আরো বাড়ানো হচ্ছে৷ সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ, এএফপি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.