ডিএসই’র নিয়ার ডিজাস্টার রিকোভারি সেন্টারের অগ্রগতি পর্ষবেক্ষন

ঢাকা স্টক এক্সচেঞ্জ অটোমেটিক ও নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ নভেম্বর ২০২৩ নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ১০৬ রেক সম্বলিত অতাধুনিক নতুন ডাটা সেন্টার চালু করা হয়েছে৷ চালুর পর থেকেই নতুন ডেটা সেন্টারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে৷ এর বাইরেও ডিএসই কাওরান বাজারের আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে নিয়ার ডিজাস্টার রিকোভারি (এনডিআর) সেন্টারের অবকাঠামো তৈরী করেছে৷

বুধবার (১০ জানুয়ারি) ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদ আব্দুল মোনায়েম বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত নিয়ার ডিজাস্টার রিকোভারি সেন্টারের অগ্রগতি পর্ষবেক্ষন করেন৷

এসময় তার সা্থে ছিলেন ডিএসই’র পরিচালক রুবাবা দৌলা, ব্যবস্থাপনা পরিচারক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএসহ আইসিটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় তিনি এনডিআর এর কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ডিএসই’র এনডিআর স্থাপন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে৷ এনডিআর প্রযুক্তিগত দূর্ঘটনা হতে ডিএসইর ট্রেডিং সিস্টেমের তথ্যগুলো সুরক্ষিত রাখবে৷ ডিজাস্টার রিকোভারি সেন্টার এবং নিয়ার ডিজাস্টার রিকোভারি সেন্টার স্থাপনের মাধ্যমে ডিএসই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশ করবে এবং ট্রেডিং প্লাটফর্ম আরও বেশি সুরক্ষিত হবে৷

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.