বিপিএলকে সামনে রেখে এখনও ফরচুন বরিশালের আনুষ্ঠানিক অনুশীলন শুরু না হলেও মাঠে নেমে গেছেন তামিম ইকবাল। দুবাই থেকে ফিরে শুক্রবার অনুশীলন করেছিলেন বরিশালের অধিনায়ক। মঙ্গলবার আবারও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসতে দেখা গেছে বাঁহাতি এই ওপেনারকে।
দুপুরে মিরপুরের ইনডোরের নেটে আসতে দেখা যায় তামিমকে। তার সঙ্গী ছিলেন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। ব্যাটিংয়ে নেমে প্রথম কয়েকটি নক করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দূরে দাঁড়িয়ে সেটি দেখছিলেন বাবুল।
মাঝে মাঝে তামিমের ভুলগুলোও দেখিয়ে দিচ্ছিলেন বরিশালের এই কোচ। তামিমের পাশাপাশি এ দিন অনুশীলনে আসা পেসার তাসকিন আহমেদকেও পরামর্শ দিচ্ছিলেন বাবুল। তামিমকে কোথায় বল করতে হবে কিংবা তামিমকে প্রস্তুত করার জন্য তিনি কি ধরনের বল চান সেটাই তাসকিনকে বলে দিচ্ছিলেন বাবুল। এদিকে তাসকিনকে যেমন অনায়াসে খেলছিলেন, আবার কয়েকটি ডেলিভারিতে স্বস্তিতেও ছিলেন না তামিম। প্রায় ৩০ মিনিট ব্যাটিং করার পর বাধে বিপত্তি। তাসকিনের হঠাৎ লাফিয়ে উঠা বলে ডিফেন্স করতে চেয়েছিলে তামিম। বাঁহাতি এই ব্যাটার পেরে উঠতে পারেননি ঠিকঠাক। বুক বরাবর সেই ডেলিভারি আঘাত লাগে তার বাম হাতে।
তামিমকে আঘাত পেতে দেখে এগিয়ে আসেন বাবুল। এমন লাফিয়ে উঠা বল কিভাবে খেলতে হবে সেটাই যেন বুঝিয়ে দিচ্ছিলেন বরিশালের প্রধান কোচ। এরপর ব্যাটিংয়ে না নেমে তাসকিনকে সঙ্গে নিয়ে ইনডোরে চলে যান তামিম। বাঁহাতি এই ওপেনারের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে বাম হাতের তর্জনীতে ব্যান্ডেজ দেখা গেছে তার।
তামিমের চোটের ব্যাপারে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘গুরুতর কিছু নয়। এখন আর ব্যথাও নেই। ফোলা যেন না বাড়ে তাই ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কালকে আবার ব্যাটিং করতে পারবেন আশা করছি।’
বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর এই ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার কারণেও ব্যাপক সমালোচনা হয়েছিল। অবশ্য নিচের দিকে ব্যাটিংয়ের প্রস্তাব দেয়ায় তামিম নিজেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপর থেকেই ক্রিকেটের দৃশ্যপটে ছিলেন না তামিম। দুবাই থেকে ফেরার পর মাঠে দেখা গেছে তাকে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.