দুর্দিনে ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত জাপান

রাশিয়ার লাগাতার হামলার প্রায় দুই বছরের মাথায় ইউক্রেন যখন পশ্চিমা বিশ্বের সহায়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে, ঠিক তখনই অঘোষিত সফরে কিয়েভে এলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া৷ তিনি ইউক্রেনের প্রতি জাপানের জোরালো সমর্থন জানালেন৷ আরো সামরিক সহায়তার পাশাপাশি ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠন তরাম্বিত করতে তিনি ফেব্রুয়ারি মাসে জাপানে এক আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা করলেন৷

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কামিকাওয়া বলেন, জাপান ইউক্রেনকে সমর্থন করে যাবে, যাতে সে দেশে শান্তি ফিরতে পারে৷ রুশ হামলার সাইরেনের মাঝে এক বাংকারে দুই মন্ত্রীকে বক্তব্য রাখতে হয়েছিল৷

আমেরিকা ও ইউরোপে রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য সহায়তা আপাতত কিছুটা থমকে গেছে৷ জাপান সেই শূন্যস্থান পূরণ করতে না পারলেও সে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিন কোটি সত্তর লাখ ডলার মূল্যে ড্রোন শনাক্তকারী প্রণালী সরবরাহের ঘোষণা করেন৷ তিনি বিশেষ করে নববর্ষ বরনের দিনে রাশিয়ার জোরালো হামলার নিন্দা করেন৷ কামিকাওয়া ইউক্রেনের বুচা ও ইরপিন শহর পরিদর্শন করেন৷

উল্লেখ্য, বুচায় গণহত্যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়৷ তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেন৷ জেলেনস্কি জাপানের সমর্থন এবং সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিগাল প্রায় ১০০ কোটি ডলার অংকের মানবিক সহায়তা প্রকল্প ও পুনর্গঠনের সিদ্ধান্তের জন্য জাপানকে ধন্যবাদ জানিয়েছেন৷

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা গত বছর তাঁর দেশকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তের জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তিনি আরো এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজনীয়তা তুলে ধরেন৷ কুলেবা বলেন, রাশিয়া ইউক্রেন দখল করতে না পেরে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ প্রতিদিন ইউক্রেনের শহরগুলির উপর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে৷

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দনিয়েৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলা আরো জোরালো হচ্ছে৷ শনিবার সেখানকার ইউক্রেন-নিয়ন্ত্রিত অংশে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে সে দেশ জানিয়েছে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি নিরীহ মানুষের উপর লাগাতার হামলার জন্য রাশিয়ার কড়া সমালোচনা করেন৷ তিনি দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বিশাল আকারে বাড়ানোর উপর জোর দেন৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপি, ডিপিএ

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.