হেরে গেলেন আবদুল কাহহার আকন্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়েও হেরে গেছেন সাবেক পুলিশ কর্মকর্তা অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আবদুল কাহহার আকন্দ। অত্যন্ত চৌকষ পুলিশ কর্মকর্তা কাহহার আকন্দ বঙ্গবন্ধু হত্যা মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। তিনটি তদন্তেই তিনি দারুণ সাফল্য দেখিয়েছেন। তবে নির্বাচনের যুদ্ধের আগাম তদন্তটি ঠিকমত করে প্রস্তুতি নিতে পারেননি।

আবদুল কাহহার আকন্দ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে প্রার্থী হয়েছিলেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদের পরিবর্তে এবার কাহহার আকন্দকে মনোনয়ন দিয়েছিল বাংলাদেশ আওয়ামীলীগ।

বেসরকারি ফলাফল অনুসারে, এ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন ‘ঈগল’ প্রতীকে ৮৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রার্থী আব্দুল কাহার আকন্দ ৬৮ হাজার ৯৩২ ভোট। অন্যদিকে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৯৯ ভোট।

এ আসনটিতে ১৭০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৩ হাজার ৮০৪ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.