ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার মাহাবুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাফিজ উদ্দিন পেয়েছেন এক লাখ ৮ হাজার ৫১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৯৬৬ ও মহিলা এক লাখ ৬৯ হাজার ৩৮৮।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.