পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। ১৬৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৮১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন তালুকদার (ডাব) পেয়েছেন ২৬ হাজার ৮৭৪ ভোট।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রাত সাড়ে ৭ টায় ওই ফলাফল ঘোষণা করা হয়।
জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া ২৬টি আসনের মধ্যে পটুয়াখালী-১ আসনে শেষ মুহূর্তে আওয়ামী লীগ তাদের প্রার্থীকে সরিয়ে নেয়।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.