সিডনি টেস্টে পাকিস্তানের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে সাইম আইয়ুবের। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ৫৩ বলে ৩৩ রানের দারুণ ইনিংস খেলেছেন এই পাকিস্তানি ওপেনার। এর মধ্যে মিচেল স্টার্ককে একটি ছক্কাও মেরেছেন তিনি।
সাইমের এমন ইনিংসই নজর কেড়েছে পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ উল হকের। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সে নিজের ছোটো ইনিংসের মধ্যে অস্ট্রেলিয়ার বোলারদের আক্রমণ করে নিজের ব্যাটিংয়ের মেজাজ দেখিয়েছে। মনে হয়েছে সে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে পারে এবং পাকিস্তানের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারে।’
সাইমের প্রশংসা করলেও মিসবাহ মনে করেন তার ব্যাটিং ট্যাকনিকে ছোটো পরিবর্তন দরকার। বিশেষ করে স্পিনার এবং পেসারদের ফুলার লেন্থের বলে তাকে খুব একটা সাবলীল মনে হয় না। তার আউটের ধরনেও এই দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে ধারণা মিসবাহর।
কদুন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজেও পাকিস্তানের স্কোয়াডে আছেন সাইম। কিউইদের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ জানুয়ারি থেকে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.