জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বিকেল ৪টায়। ভোট চলাকালীন সময়ে গাজীপুরে একটি মসজিদের মাইকে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা অর্থসূচকের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি।
ফেইসবুকে হাবিবুর রহমান মানিক নামের এক ব্যক্তি ভিডিওটি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, গাজীপুরে মসজিদের মাইকে ভোট দিতে আহ্বান জানানো হয়েছে।
ভিডিওতে একটি মসজিদ দেখা যাচ্ছে। মাইকে এক ব্যক্তি বলছেন, ‘সম্মানিত এলাকাবাসি যাহারা এখনো ভোট দিতে আসেন নাই, মেহেরবানী করে আপনারা ভোট দিতে আসুন’।
আজ সকাল ৮টায় সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এটি চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন আসনে সকালে থেকে ভোটার উপস্থিতি কোথাও কোথাও কম ছিল। কোথাও কোথাও ছিল তুলনামূলক বেশি।
দেশে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ৮৭ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করে। ওই নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। বাকি আসনগুলোতে ৪০ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল বলে হিসাব দিয়েছিল ইসি।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব বড় দল অংশ নেয়। তবে নির্বাচনটি নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। ইসির হিসাবে, ওই নির্বাচনে ভোট পড়েছিল ৮০ শতাংশের কিছু বেশি।
অর্থসূচক/এমএইচ



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.