ঢাকা-১ আসনে জয় পেলেন সালমান এফ রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)।

বেসরকারি ফলাফল অনুসারে, নির্বাচনে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ভোট পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৫টি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৩০টি ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাকে।

ঢাকা-১ আসনে মোট কেন্দ্র ১৮৪টি। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৬৩ জন।

২০১৮ সালে নৌকা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান। এবার সালমা ইসলাম পুনরায় স্বতন্ত্র প্রার্থী না হয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সালমান এফ রহমানের বিপক্ষে নির্বাচনে অংশ নেন।

 

অর্থসূচক/ এমএইচ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.