নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, আপনারা আসেন। নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরে যান। নিরাপত্তা আমরা দেবো। ভোট দেওয়ার অধিকার আপনার।
রবিবার (৭ জানুয়ারি) মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আহসান হাবিব খান বলেন, ‘ঢাকার ভোটাররা সকালে ভোট দিতে আসতে চান না। বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। তবে গ্রামের চিত্র ভিন্ন। সকাল থেকেই ভেটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। নির্বাচনের পরিবেশ তৈরির দায়িত্ব কমিশনের। আর ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি করেছি। আশা করি, ভোট শেষে একটা ভালো ফল পাবেন।’
ভোট দিতে আসার আগে রাজধানীর উত্তরা ও দিয়া বাড়িতে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন আহসান হাবিব খান। তিনি জানান, ভোটের পরিবেশ সুন্দর, যা আগে কখনও দেখেননি। বেলা বাড়ার সঙ্গে ভোরটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। যেহেতু দেশে আজ ছুটির একটা আমেজ চলছে, তাই ভোটারটা ছুটির আমেজ মেখেই ভোট দিতে আসছেন বলে জানান এই নির্বাচন কমিশনার।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.