চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় তিন জন। তাদেরকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

জানা গেছে, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। গরু চুরির বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠায়। এর মধ্যে বেতুয়ান গ্রামের লোকজন তাদের দেখে ফেললে গরু ফেলে পালানোর চেষ্টা করে তারা। পরে এলাকাবাসী তিন জনকে ধরে গণপিটুনি দেয় ও একজন পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। চোরদের আঘাতে তিন স্থানীয় আহত হন।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় এখনও পায়নি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.