ইবিএল ও পিকাবু পেরোল ব্যাংকিং চুক্তি

সম্প্রতি ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ইকমার্স প্ল্যাটফর্ম পিকাবু’র মধ্যে ইবিএল’র প্রধান কার্যালয়ে একটি পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইবিএল’র হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নায়েন এবং পিকাবু’র কো-ফাউন্ডার এন্ড সিইও মরিন হোসেন তালুকদার চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে, পিকাবুর এমপ্লয়ীরা ইস্টার্ন ব্যাংকে অগ্রাধিকার মূলক ব্যাংকিং সেবা পাবেন। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে- দ্বৈত কারেন্সী ফিচারসহ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা।

ইবিএল পেরোল ব্যাংকিং প্রধান নাহিদ ফারজানা এবং পিকাবু’র ভাইস-প্রেসিডেন্ট জি. এম. রিফাত কবিরসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

 

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.