বিশ্বকাপের ৮ জনকে বাদ দিয়ে শ্রীলঙ্কার স্কোয়াড

বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা দলে অনিয়মিত অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই অলরাউন্ডারকে বাইরে রেখেই বিশ্বকাপের দল সাজিয়েছিল শ্রীলঙ্কা। যদিও বিশ্বকাপের মাঝ পথে মাথিশা পাথিরানা চোটে পড়ায় দলে ডাকা হয়েছিল তাকে।

বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’ হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এবার সেই ম্যাথিউসকে বাদ দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপে খেলা আরও ৭ ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন কুশল পেরেরা, কাসুন রাজিতা, দিমুথ করুনারত্নে, দুশান হেমন্ত, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা ও লাহিরু কুমারা। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। ১০ দলের টুর্নামেন্টে নবম হয়ে শেষ করেছে দলটি।

এ কারণে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। দলে ফিরেছেন চোটের কারণে এশিয়া কাপ ও বিশ্বকাপ না খেলা ওয়ানিন্দু হাসারাঙ্গা। অবশ্য ম্যাচ খেলার সুযোগ পেতে তারকা এই অলরাউন্ডারকে ফিটনেস পরীক্ষায় উৎরাতে হবে।

শ্রীলঙ্কার ১৭ সদস্যের ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জানিত লিয়ানাগে। ২৮ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার ৩টি টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি তার। আসন্ন এই সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্ব দিতে দেখা যাবে কুশল মেন্ডিসকে। তার সহকারীর ভূমিকায় রাখা হয়েছে চারিথ আসালাঙ্কাকে।

দলে ফিরলেও লঙ্কানদের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে দাসুন শানাকাকে। মূলত বিশ্বকাপে ভরাডুবির পর তাকে আর নেতৃত্বে রাখতে চায়নি উপুল থারাঙ্গার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। অলরাউন্ডার শানাকার পুরোটা পেতেই তার দায়িত্বভার কমিয়ে দেয়া হয়েছে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড- কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচ্চিগে, নুয়ানিদু ফার্নান্ডো, দাসুন শানাকা, জানিত লিয়ানাগে, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিত ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, জেফরি ভ্যান্ডারসে, আকিলা দনাঞ্জয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.