চীনের বিওয়াইডি ২০২৩ সালের শেষ প্রান্তিকে টেসলাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি কোম্পানিতে পরিণত হয়েছে। এই তিন মাসে চীনা কোম্পানিটি ৫ লাখ ২৬ হাজার ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে।
সিএনএনের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সদ্য সমাপ্ত ২০২৩ সালের শেষ তিন মাসে টেসলা রেকর্ড ৪ লাখ ৮৪ হাজার ৫০০ বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে। এছাড়া পুরো বছরে ১০ লাখ ৮০ হাজার গাড়ি সরবরাহ করেছে।
বছরের শেষের টেসলার ব্যবসা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। বছরের শেষে ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের শুরুর তুলনায় গতিও বেড়েছে।
তবে জানুয়ারিতে ইলন মাস্ক বলেছিলেন যে ২০২৩ সালে টেসলা ২০ লাখ গাড়ি সরবরাহ করবে। ক্রেতা টানতে এরইমধ্যে বেশ কয়েকবার গাড়ির দাম কমিয়েছে টেসলা।
বৈদ্যুতিক যানবাহন শিল্পের অগ্রদূত টেসলা এখন যেসব চ্যালেঞ্জের মুখে রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিওয়াডির মাইলফলক অর্জন।
বৈদ্যুতিক গাড়ির বাজার যে কতটা প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে বিওয়াইডির এই উত্থানে তার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।
গোটা বছরে শেনজেন-ভিত্তিক বিওয়াইডি ৩০ লাখের বেশি নিউ অ্যানাজি ভেহিকেলস (এনইভি) বিক্রি করেছে, যার মধ্যে শুধু ব্যাটারিচালিত এবং হাইব্রিড গাড়ি রয়েছে।
এ বছরে তারা মোট যে গাড়ি বিক্রি করেছে তার ১৬ লাখই শুধু ব্যাটারিচালিত।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.