লেনদেনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির ১২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটি ২০ লাখ ১৮ হাজার ৭৯১টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির ১১ লাখ ৬ হাজার ৬৭৪টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১০ কোটি ৯১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি থাই ৩৭ লাখ ২৯ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং, গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, সেন্ট্রাল ফার্মা ও শমরিতা হসপিটাল লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.