জামালপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জামালপুর-ময়মনসিংহ সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বিকেল সাড়ে ৪ টার দিকে ভারুয়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কে ভারুয়াখালি বাজারের সামনে নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক ও ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন নরুন্দি তদন্ত কেন্দ্রর ইনচার্জ নূর মোহাম্মদ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.