সোমবার বছরের প্রথম দিনেও কয়েকটি ব্যাংক আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তা নিয়েছে। এদিন ট্রেজারি বিল পুনরায় ক্রয় চুক্তির (রেপো) মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার সুবিধা নিয়েছে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (০১ জানুয়ারি) কয়েকটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ট্রেজারি বিল পুনরায় ক্রয় চুক্তির (রেপো) মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা নিয়েছে। এছাড়া কলমানি মার্কেট থেকে ধার করেছে ২ হাজার ৯৭৪ কোটি টাকা। এতে সর্বোচ্চ সুদহার ছিল পৌনে ১০ শতাংশ। সর্বনিম্ন সুদ ছিল পৌনে ৮ শতাংশ। গড় হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ।
এছাড়া স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উপকরণের বিপরীতে ধার করেছে ১ হাজার ২১৮ কোটি টাকা। এগুলোর সুদহার সোয়া ১০ শতাংশ থেকে সাড়ে ১১ শতাংশ ছিল।
অন্য দিনের তুলনায় সোমবারের ধারের পরিমাণ বেশ কম। এদিন সুদহার বাড়েনি। আগের অবস্থায়ই ছিল। তবে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট প্রকট হওয়ার কারণে তাদের বার্ষিক হিসাবের স্থিতিপত্রে ঘাটতি দেখা দিয়েছে। এ ঘাটতি মেটাতে ব্যাংকগুলো বিশেষ ধার করেছে। তবে এর সঙ্গে গ্রাহকদের লেনদেনের কোনো সম্পর্ক ছিল না।
সোমবারের নিলামে ১টি ব্যাংক একদিনের রেপো সুবিধার মাধ্যমে ১৪৩ কোটি টাকা এবং ১৩টি ব্যাংক ৩টি এনবিএফআই ৭ দিনের রেপো সুবিধার মাধ্যমে ৫ হাজার ৩২৫ কোটি টাকা নিয়েছে।
এছাড়া ১০টি ব্যাংক একদিনের তারল্য সহায়তা সুবিধার মাধ্যমে ৪ হাজার ৩৮ কোটি টাকা এবং তিনটি ইসলামী ব্যাংক ১৪ দিনের তারল্য সুবিধার মাধ্যমে ৯৪৫ কোটি টাকা নিয়েছে।
সুদের হার ছিল যথাক্রমে ৭ দশমিক ৭৫ শতাংশ, ৭ দশমিক ৮৫ শতাংশ, ৭ দশমিক ৭৫ শতাংশ ও ৭ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.