এফআইইউ’র প্রফেসর ড. বিলাশ কান্তি বালা ইন্তেকাল করেছেন

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ইইই বিভাগের প্রফেসর ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. বিলাশ কান্তি বালা (বি.কে. বালা) রবিবার (৩১ ডিসেম্বর ২০২৩) বিকাল আনুমানিক ৫ টা ৩০ মিনিটে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বি.কে. বালা ২০ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৬৯ সালে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রী, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ব্যাংকক, থাইল্যান্ড থেকে ১৯৭৫ সালে কৃষি ব্যবস্থা এবং ব্যবস্থাপনায় এম.এসসি ডিগ্রি এবং ১৯৮৩ সালে ইউনিভার্সিটি অফ নিউক্যাসল আপন টাইন, ইউ.কে. থেকে কৃষি প্রকৌশলে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের একজন অধ্যাপক হিসাবে ১৯৭০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত, ২০১৬-২০১৬-২১৮ পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-২০১৯ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। তার গবেষণার আগ্রহের বিষয় ছিল কৃষি, জৈবিক, জলজ কৃষি, পরিবেশগত এবং আর্থ-সামাজিক সিস্টেমের মডেলিং, কৃষি পণ্যের শুকানোর এবং সংরক্ষণের সিমুলেশন এবং অপ্টিমাইজেশন, এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং গ্রামীণ বিদ্যুতায়ন।

তিনি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত কৃষি পণ্য, সিস্টেম গতিশীলতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বৈদ্যুতিক প্রকৌশল, এবং শক্তি এবং পরিবেশের শুষ্ককরণ এবং সংরক্ষণের ক্ষেত্রে সাতটি বইয়ের লেখক, ড. বালা ২০০০ সালে কম্পিউটার মডেলিং এর উপর তার গবেষণাপত্রের জন্য সিস্টেম ডাইনামিক্স সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা সেরা পেপার উপস্থাপনকারী হিসাবে পুরস্কারে ভূষিত হন।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.