বছরজুড়ে নানা ধরনের কনটেন্ট দিয়ে আলোচনায় ছিলো দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। প্ল্যাটফর্মটির কনটেন্টের তালিকায় ছিল অরিজিনাল ফিল্ম, ওয়েব সিরিজ, ডাবড সিরিজ, মেগা সিরিয়াল, সিনেমা, একক নাটক, ডকুমেন্টারি ও আরও অনেক কিছু। নতুন বছরে দর্শকের জন্য নতুন পরিকল্পনা নিয়ে হাজির হতে যাচ্ছে প্ল্যাটফর্ম।
নতুন বছরের পরিকল্পনা নিয়ে দীপ্ত ওটিটির প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো. আবু নাসিম বলেন, ‘নতুন বছরের শুরুতে দীপ্ত প্লেতে থাকছে প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ ‘হৃদমাঝারে’।
ভৌতিক গল্প পছন্দ করেন এমন দর্শকের জন্য আসছে অরিজিনাল ফিল্ম ‘মায়া’ ও ‘বিভাবরী’। এ ছাড়াও ‘দীপ্ত প্লে’তে আসছে অরিজিনাল ফিল্ম ‘হাইড এন সিক’, সমাজের তিন শ্রেণির মানুষের নানা সংকট নিয়ে নির্মিত হচ্ছে ফিল্ম ‘ত্রিভূজ’। প্রেম ও মিস্ট্রি গল্পে দেখা যাবে ‘ইউ.এস.ও স্যার’। শিক্ষাব্যবস্থার সমস্যা খুঁজে বের করা না, সমাধানের পথ খুঁজে বের করা এমন গল্পে দেখা যাবে ‘র্যাগিং’।
আরও দেখা যাবে অরিজিনাল ফিল্ম ‘অপরাধী’, ‘আনোয়ার’, ‘পয়জন’ এবং ‘হাফমুন’। খুব দ্রুতই দীপ্ত প্লেতে যুক্ত হচ্ছে ব্যান্ড সংগীত, প্রেম ও তারুণ্যে ভরা গল্প নিয়ে ডাবড সিরিজ ‘লেট মি বি ইওর নাইট’। আসছে দ্বন্দ্ব থেকে শুরু হওয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত ডাবড সিরিজ ‘তুমি আছো সবখানে’। একই সাথে প্রেমে ব্যর্থ হওয়া দুই প্রেমিক-প্রেমিকার আবারও প্রেমে পড়া এবং তা থেকে জীবনের অর্থ খুঁজে পাওয়ার গল্প নিয়ে আসছে ডাবড সিরিজ ‘ভালোবাসা ফিরে এলো’
পুরনো মেগা সিরিয়ালগুলোর দর্শকপ্রিয়তার কথা ভেবে দীপ্ত প্লেতে আসবে মেগা সিরিয়াল ‘বিজলি রবিনহুড’।
শহুরে ধনী বেয়াড়াদের শাস্তি আর দরিদ্রদের সাহায্য করতে নতুন এক রবিনহুডের সঙ্গে পরিচয় করাবে এ সিরিয়াল। আসছে মেগা সিরিয়াল ‘ফুলবাহার’। বাঙালির ভোজনরসের সাথে প্রতিশোধের অদ্ভুত যোগসাজশে আসছে ‘লবঙ্গভোজ’। এ ছাড়া, দর্শকনন্দিত মেগা সিরিয়াল ‘খলনায়ক’ এর ২য় সিজন শিগগিরই আসছে দীপ্ত প্লেতে। অন্যদিকে রবীন্দ্রনাথের ধ্রুপদী ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত মেগা সিরিয়াল ‘দেনা পাওনা’র দেখা মিলবে এখানে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.