ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা করাকে স্বাগত জানালো ওআইসি

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা দায়ের করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় তিন মাস ইসরায়েলি আগ্রাসনের পরদক্ষিণ আফ্রিকা আইসিজে-তে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিলো।

কাতার নিউজ এজেন্সি কিউএনএ জানিয়েছে, ওআইসি শনিবার এক বিবৃতিতে এ ব্যাপারে আইসিজেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সেইসঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে ওআইসি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইল নির্বিচারে বেসামরিক জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হতাহত করছে, ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে। ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা এবং মানবিক সহায়তা পেতেও বাধা দিচ্ছে। তাদের ঘরবাড়ি ধ্বংস করছে। এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করছে বলে এতে বলা হয়েছে।

তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলি অপরাধযজ্ঞের বিচার চেয়ে একটি মামলা দায়ের করেছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.