রানওয়ে ভেবে যাত্রী নিয়ে নদীতে নামলো বিমান

প্রচণ্ড শীতে জমে গেছে কোলিমা নামের রাশিয়ান এক নদী৷ বৃহস্পতিবার সেই হিমায়িত নদীকে রানওয়ে ভেবে ভুল করে ফেললেন পাইলট৷ তবে বিমানটি নিরাপদেই নামাতে পেরেছেন পাইলট৷ এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷

রাশিয়ার পূর্ব দিকে ইয়াকুতিয়া অঞ্চলের জিরিয়ানকায় রয়েছে একটি বিমান বন্দর৷ সেখানেই নামার কথা ছিল বিমানটির৷ আর বিমানবন্দরের পাশ দিয়েই বয়ে গেছে কোলিমা নামের নদীটি৷

পরিবহণ বিষয়ক আইনজীবীরা জানিয়েছেন, পাইলটের ভুলের কারণেই পোলার এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানটি বরফের ওপর অবরতরণ করে৷ আর বিমানটি ছিল সোভিয়েত যুগের আন্তোনভ-২৪ এয়ারক্রাফট৷

ইস্টার্ন সাইবেরিয়ান পরিবহণ আইনজীবিদের একজন মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটির পরিচালনায় থাকা ব্যক্তিদের কারণেই এই ঘটনাটি ঘটেছে৷

নদীর পানি হয়ে গেছে বরফ, আর সেই বরফের উপর দাঁড়িয়ে থাকা বিমানটির একটি ছবিও প্রকাশ করা হয়েছে৷ ইজভেস্টিয়া নামের একটি সংবাদপত্র, বিমান থেকে যাত্রীদের নেমে আসার ছবিও প্রকাশ করেছে৷

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানটির পরিচালক প্রতিষ্ঠান পোলার এয়ারলাইনস জানিয়েছে, এএন-২৪ বিমানটি জারিয়ানকা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এক যাত্রীর ভিডিও ফুটেজ দেখে বোঝা গেছে বিমানটি একেবারে মাঝ নদীতে নেমেছে৷ এ বছর জিরিয়ানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে নেমে গেছে৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.